অন্তত একটি সবুজ দাও, হে মানব সন্তান
রূপান্তরের এই বছরে আমাদের হতে হবে মানবিক তেমনি আমাদের পরিবেশের প্রভাব সম্পর্কে অধিকতর সচেতন হতে হবে । । এখনই সময় ঘুরে দাঁড়াবার ।
![]() |
| আন্তর্জাতিক পরিবেশ দিবস |
আন্তর্জাতিক পরিবেশ দিবস
১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির উদ্যোগে প্রতিবছর সারা বিশ্বের শতাধিক দেশে ৫ জুন কে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন করা হয়। ঘুড়ে ফিরে বার বার আসে এই দিনটি । কিন্তু এই পৃথিবীতে মানুষের বসবাসের জন্য আমরা যে কত বড় একটা হুমকি দিয়ে যাচ্ছি তা কি আমরা উপলব্ধি করতে পারছি ?
শুধু সরকারের দায়িত্ব? এর অনেকাংশে নির্ভর করে আমাদেরই উপর । যার যত টুকু সাধ্য তত টুকু দিয়েই চেষ্টা করা দরকার পৃথিবীটাকে বাসযোগ্য রাখার ।
আমাদের সাধ্যের মধ্যে আছে এমন অনেক বিষয়ই রয়েছে । যেমন-
১) গাছপালা নিধন না করা আর অন্যকে নিধনে নিরুৎসাহিত করা এবং নিজে বেশি করে গাছ লাগানো আর অন্যকে গাছ লাগানোয় উৎসাহিত করা ।
২) গাড়ির ক্ষতিকর/ কালো ধোঁয়া বন্ধ রাখার চেষ্ঠা করা এবং অন্যকে এ ব্যাপারে সচেতন করা ।
৩) পাহাড় কাটা বন্ধ রাখা এবং এ ব্যাপারে সবাইকে সচেতন করা ।
৪) ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলা এবং বর্জ্য পদার্থ যেখানে সেখানে নিস্কাশিত না করা ।
এ রকম আরও অনেক বিষয় যা পরিবেশ/পৃথিবীর জন্য ক্ষতিকর সেগুলো বন্ধ করা বা বন্ধ করার জন্য জনগণকে সচেতন করার শপথ নেওয়ার অনুপ্রেরণা দেয় এই দিনটি ।
প্রতিবছর বিভিন্ন প্রতিপাদ্য নিয়ে পরিবেশ দিবস পালন করা হয় । তেমন ই –
‘ভেবেচিন্তে খাই, অপচয় কমাই’
বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই।’
৪ জুন । ২০২০


0 Yorumlar