Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

World Environment Day | ৫ জুন ‌ ‘বিশ্ব পরিবেশ দিবস’



অন্তত একটি সবুজ দাও, হে মানব সন্তান

রূপান্তরের এই বছরে আমাদের হতে হবে মানবিক তেমনি আমাদের পরিবেশের প্রভাব সম্পর্কে অধিকতর সচেতন হতে হবে । । এখনই সময় ঘুরে দাঁড়াবার । 

অন্তত একটি সবুজ দাও, হে মানব সন্তান
আন্তর্জাতিক পরিবেশ দিবস

আন্তর্জাতিক পরিবেশ দিবস

১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির উদ্যোগে প্রতিবছর সারা বিশ্বের শতাধিক দেশে ৫ জুন ‌কে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন করা হয়। ঘুড়ে ফিরে বার বার আসে এই দিনটি । কিন্তু এই পৃথিবীতে মানুষের বসবাসের জন্য আমরা যে কত বড় একটা হুমকি দিয়ে যাচ্ছি তা কি আমরা উপলব্ধি করতে পারছি ? 

শুধু সরকারের দায়িত্ব? এর অনেকাংশে নির্ভর করে আমাদেরই উপর । যার যত টুকু সাধ্য তত টুকু দিয়েই চেষ্টা করা দরকার পৃথিবীটাকে বাসযোগ্য রাখার ।

আমাদের সাধ্যের মধ্যে আছে এমন অনেক বিষয়ই রয়েছে । যেমন- 

১) গাছপালা নিধন না করা আর অন্যকে নিধনে নিরুৎসাহিত করা এবং নিজে বেশি করে গাছ লাগানো আর অন্যকে গাছ লাগানোয় উৎসাহিত করা । 

২) গাড়ির ক্ষতিকর/ কালো ধোঁয়া বন্ধ রাখার চেষ্ঠা করা এবং অন্যকে এ ব্যাপারে সচেতন করা । 

৩) পাহাড় কাটা বন্ধ রাখা এবং এ ব্যাপারে সবাইকে সচেতন করা । 

৪) ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলা এবং বর্জ্য পদার্থ যেখানে সেখানে নিস্কাশিত না করা । 


এ রকম আরও অনেক বিষয় যা পরিবেশ/পৃথিবীর জন্য ক্ষতিকর সেগুলো বন্ধ করা বা বন্ধ করার জন্য জনগণকে সচেতন করার শপথ নেওয়ার অনুপ্রেরণা দেয় এই দিনটি । 

প্রতিবছর বিভিন্ন প্রতিপাদ্য নিয়ে পরিবেশ দিবস পালন করা হয় । তেমন ই – 

‘ভেবেচিন্তে খাই, অপচয় কমাই’ 

”হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবোনা আর”

বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই।’

৪ জুন । ২০২০  

Yorum Gönder

0 Yorumlar